1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকির নেতৃত্বে লিফলেট বিতরণ রামপালে রেলওয়ে স্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান বেলকুচিতে দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ঠে নিহত ১ জন আহত ১জন – “দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার সনদ দিয়ে এমপিও বেতন করতে কোন সমস্যা বাধা নেই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনুমতি অনুমোদন প্রাপ্ত, সরকারি ভাবে শিক্ষক, প্রভাষক, গ্ৰন্থাগারিক নিয়োগ প্রাপ্তদের তাদের বেতন ও এমপিও পেতে কোন বাধা নেই। ধর্মপাশা উপজেলা নবগঠিত প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলকুচি উপজেলায় আলোচনা ও নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত- ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত – বেলকুচি থানা পুলিশ প্রশাসন তৎপরতায় বৃদ্ধ ফিরে পেল তার পরিবার – বাগেরহাটের সংসদীয় আসন ৪ টি ই থাকবে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ- হাইকোর্ট

চট্টগ্রাম উৎসবে সম্মাননায় ভূষিত হলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিক মোঃ রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

 

শহিদুল ইসলাম, প্রতিবেদক।

সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম উৎসবে চট্টগ্রাম উন্নয়নে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে বিশিষ্ট আইনজীবী চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনকে। নান্দনিক চট্টলার আয়োজনে এই উৎসবে একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের হাত থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করেন ব্যারিস্টার মনোয়ার হোসেনের ছোট ভাই মতিউল ইসলাম বাবুল।

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আয়োজন বর্ণাঢ্য এই ‘উৎসবে সংস্কৃতি, সাহিত্য, মানবতা ও সমাজসেবা ও উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ব্যারিস্টার মনোয়ার হোসেন সহ কয়েকজন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।
উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদ উল্লাহ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।

এ সময় চট্টগ্রাম উৎসব কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আদালতের পিপি মফিজুল হক ভূঁইয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবব, সংগঠনের উপদেষ্টা আবু তাহের চৌধুরী, উদযাপন কমিটির মহাসচিব ইফাজ খান, নান্দনিক চট্টলার সভাপতি ইসমত আরা বেগম, সাংবাদিক ইলিয়াস কবির, লায়ন মুসা বাবলু ও দোস্ত মোহাম্মদসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ ব্যারিস্টার মনোয়ার হোসেন, যুক্তরাজ্যে তিনি একজন প্র্যকটিসিং ব্যারিস্টার হিসেবে সুপরিচিতি ২০১৬ সালে হুজ হু বাংলাদেশ ও ব্রিটিশ বাংলাদেশী প্রফেশনাল অ্যাওয়ার্ড লাভ করেন। এই বছর বিজনেস আমেরিকা ম‍্যাগাজিন তাঁকে ১০০ জন প্রভাবশালী প্রবাসী বাংলাদেশী (এনআরবি) তালিকাভুক্ত করেছে। গত ২০২৩ সালে দুবাইতে তিনি আইন পেশায় বিসনেস এক্সেলেন্স সম্মাননা লাভ করেন। যুক্তরাজ্যে হাজার হাজার বাংলাদেশী  ইমিগ্রেন্টরা তাঁর কাছ থেকে অনেক আইনি সাহায্য সহযোগীতা নিয়ে পরিবারসহ স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পেয়েছেন এবং তারা বিপুলভাবে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তিনি যুক্তরাজ্য ভিত্তিক হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের সেক্রেটারী জেনারেল, যুক্তরাজ্যে গ্রেটার চিটাগাং এসোসিয়েশন ইউকের ট্রাস্টি চেয়ারম্যান (এটি ইউরোপে বাঙ্গালীদের অন্যতম বৃহত্তম সংগঠন) তিনি একজন জনপ্রিয় টিভি মিডিয়া ব্যক্তিত্ব। যুক্তরাজ্যের বাংলা টিভিতে তিনি আইন বিষয়ক লাইভ টকশো করছেন ২০০২ ইংরেজী সাল থেকে।
বাংলাদেশে তৃতীয় মাত্রা, অন্যদৃষ্টিসহ বিভিন্ন টিভি অনুষ্ঠানে তিনি নিয়মিত অংশ নিয়ে আসছেন।

এরশাদের শাসনামলে তৎকালীন জনপ্রিয় ও সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম কেন্দ্রীয় নেতা ছিলেন এবং এ সময় দুবার কারাগারে দীর্ঘদিন আটক ছিলেন। চট্টগ্রাম উন্নয়ন বিশেষ করে নগরীর কঠিন সমস্যা জলাবদ্ধতা ইত্যাদি সমস্যার সমাধানে তিনি ৮০ ও  ৯০ দশকে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি গঠন করে সর্বদলীয় আন্দোলন পরিচালনা করেন। বীর মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ এস এম জামাল উদ্দিন এ কমিটির চেয়ারম্যান ছিলেন। ব্যারিস্টার মনোয়ার হোসেন সাধারণ সম্পাদক ও কন্ঠশিল্পী শাহরিয়ার খালেদ এ কমিটিতে সমন্বয়ক ছিলেন। তিনি এখনো চট্টগ্রামের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য তিনি চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার হিসেবে সুপরিচিত। চট্টগ্রাম নাগরিক ফোরামের তিনি চেয়ারম্যান। চট্টগ্রাম নাগরিক ফোরাম ইতোমধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা সমাধান, কালুরঘাটে নতুন সেতু নির্মাণ, সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধে সফল ভূমিকা পালন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট