1. live@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  2. info@www.dainikbangladeshpratidin.online : দৈনিক বাংলাদেশ প্রতিদিন :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্রদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত – নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমানে কাংখিত ভূমিকা রাখতে হবে। – এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম.- ধর্মপাশায় কৃষি ও আবহাওয়া তথ্য সেবায় প্রান্তিক কৃষকদের সাথে সমন্বয় সভা বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন আনিসুল হক ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকির নেতৃত্বে লিফলেট বিতরণ রামপালে রেলওয়ে স্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান বেলকুচিতে দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ঠে নিহত ১ জন আহত ১জন – “দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার সনদ দিয়ে এমপিও বেতন করতে কোন সমস্যা বাধা নেই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনুমতি অনুমোদন প্রাপ্ত, সরকারি ভাবে শিক্ষক, প্রভাষক, গ্ৰন্থাগারিক নিয়োগ প্রাপ্তদের তাদের বেতন ও এমপিও পেতে কোন বাধা নেই। ধর্মপাশা উপজেলা নবগঠিত প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলকুচি উপজেলায় আলোচনা ও নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত-

বাগমারায় শ্রুতি লেখকের অনুমতি না পাওয়ায় পরীক্ষা দিতে পারলো না দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান সাংবাদিক মোঃ রিদুয়ান চৌধুরী 01307869794,01783309708
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

 

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় কাঁদতে কাঁদতে পরীক্ষাকেন্দ্র থেকে ফিরে গেল দৃষ্টি প্রতিবন্ধী তাওসিফ রহমান রিহান(১৫)।শ্রুতি লেখক না পাওয়াতে তাকে ফিরে যেতে হয়েছে।পরীক্ষার্থীর মাতা দিলরুবা আফরোজ শিরিন অভিযোগ করেন,শ্রুতি লেখক চেয়ে আবেদন করা হলেও কর্তৃপক্ষের অবহেলার কারণে অনুমতি পাওয়া যায়নি। বৃহস্পতিবার থেকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ( ভোক) নবম শ্রেণির পরীক্ষার্থী ছিল তাওসিফ রহমান রিহান।পরীক্ষার্থীর মা বাগমারা পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলরুবা আফরোজ শিরিন জানান,তাঁর ছেলে দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও লেখা পড়া চালিয়ে যাচ্ছিল।স্থানীয় বাগমারা টেকনিক্যাল ভোকেশনাল স্কুলে ভর্তি করে দেওয়া হয়। ওই স্কুলে পড়াশোনা করছিল সে। এবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণিতে পরীক্ষা দেওয়ার কথা।শিক্ষাবোর্ডের নিয়মানুসারে এবং সুপারিন্টেনডেন্টের ( প্রধান শিক্ষক) পরামর্শে শ্রুতিলেখকের জন্য আবেদন করেন কেন্দ্র সচিবের মাধ্যমে। এজন্য অষ্টম শ্রেণিতে পড়া একজন শ্রুতি লেখক মনোনীত করে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন।
সে মোতাবেক আজ সকালে শ্রুতিলেখক বাগমারা পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র তামিম হোসেনকে সঙ্গে নিয়ে ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজ পরীক্ষাকেন্দ্রে আসে পরীক্ষার্থী তাওসিফ রহমান রিহান(১৫)।শ্রুতি লেখকের সঙ্গে নিয়ে পরীক্ষা প্রবেশের সময় শ্রুতি লেখক তামিম ইসলামকে বাধা দেওয়া হয়।শ্রুতি লেখকের অনুমতি মেলেনি বলে জানানো হয়। পরীক্ষাকেন্দ্র থেকে শ্রুতি লেখকসহ বেরিয়ে আসে পরীক্ষার্থী।বৃহস্পতিবার (৬ নভেম্বর) ছিল বাংলা বিষয়ের পরীক্ষা।পরীক্ষার্থীর বাবা তৌহিদুর রহমান ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান,পরীক্ষার্থী যেভাবে কেঁদে কেন্দ্র থেকে বেরিয়ে এসেছে তা হৃদয়ে নাড়া দিয়েছে।সে মানসিক ভাবে ভেঙে পড়েছে বলে তাঁরা জানান।বেলা সাড়ে ১১ টায় পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে সে কান্নাকাটি করে।কোনো কথা বলতে পারেনি।এই বিষয়ে ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজের সচিব অধ্যক্ষ আতাউর রহমান শিবলী বলেন, “শিক্ষাবোর্ড থেকে মূলত শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষার্থীর শ্রুতি লেখকের অনুমতি নিয়ে আসতে হবে। তাঁরা অনুমতি না আনায় শ্রুতি লেখককে নিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।”তবে শিক্ষার্থীর মা অভিযোগ করে বলেন, কেন্দ্র সচিব এ সংক্রান্ত সব দায়িত্ব নিয়েছিলেন।তিন দিন আগেও কথা বলা হয়েছে।সব কাগজ সুপারিন্টেনডেন্টের মাধ্যমে পৌঁছানো হয়েছে।তবে বাগমারা টেকনিক্যাল ভোকেশনাল স্কুলের সুপারিন্টেনডেন্ট এস এম মজিবর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া না দেওয়াতে কথা বলা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট