
মাহফুজুর রহমান মোর্শেদ
আলীকদম বান্দরবান প্রতিনিধি—
প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন,ও শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে বান্দরবানের আলীকদম উপজেলায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি-১২০৬৮)-এর নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত ১ নভেম্বর ২০২৫,শনিবার,উপজেলার শিক্ষক সমাজের উপস্থিতিতে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত নবগঠিত আহবায়ক কমিটিকে,০৬ নভেম্বর ২০২৫খ্রিষ্টাব্দ,রোজ বৃহস্পতিবার-রাত আনুমানিক ০৮:০০ ঘটিকার সময়,আলীকদম বাজারস্থ জনকল্যাণ ফার্মেসি সংলগ্ন সামনের বিল্ডিং এর তৃতীয় তলার-নবগঠিত শিক্ষক সমিতির অফিস কক্ষে-আলীকদম উপজেলা ছাত্রদলের উদ্যোগে -নবগঠিত-শিক্ষক কমিটিকে ফুলের তুরা দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। আলীকদম উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা”
এতে-নবগঠিত কমিটি প্রাথমিক শিক্ষকদের সার্বিক ঐক্য ও পেশাগত উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক মহল।
☞ কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য
দুর্গম পার্বত্য অঞ্চল আলীকদমের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করা এবং শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নের উদ্দেশ্যে এই আহ্বায়ক কমিটি কাজ করবে। কমিটির ঘোষিত প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হলো–প্রাথমিক শিক্ষার গতি বৃদ্ধি: উপজেলায় শিক্ষার মান উন্নয়ন কার্যকর পদক্ষেপ গ্রহণ। শিক্ষকদের ঐক্য: সার্বিক ঐক্য গড়ে তুলে পেশাগত সমস্যার সমাধান করা। দশম গ্রেড দাবি আদায়: জাতীয় পর্যায়ে চলমান দশম গ্রেড আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ। সুসংবদ্ধ কমিটি গঠন: ভবিষ্যতে যোগ্য নেতৃত্বে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন।নৈতিক দাবি আদায়: শিক্ষকদের ন্যায্য ও মানবিক দাবি কথা ব্যক্ত করেন।
উক্ত শুভেচ্ছা বিনিময়- আলীকদম উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন —
১.আনোয়ারুল ইসলাম মামুন, সদস্য সচিব, বান্দরবান সরকারি কলেজ।
২.তোফাজ্জল হোসেন টিপু,সদ্য সাবেক সদস্য সচিব, আলীকদম উপজেলা ছাত্রদল।
৩.মোরশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, আলীকদম উপজেলা ছাত্রদল।
৪.কালাম ফেরদৌস ইসফাক, ছাত্র নেতা, আলীকদম উপজেলা।
৫.শেখ সাহেদ, ছাত্র নেতা,আলীকদম উপজেলা।
৬.যোনা ত্রিপুরা, সদস্য,আলীকদম উপজেলা ছাত্রদল।
৭.ইফতেখার মোহাম্মদ উৎপল, সদস্য, বান্দরবান সরকারি কলেজ ছাত্রদল।
সহ-অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।