
শান্ত রহমান সুজাত স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন এর গাছতলা বাজারের বেকারির দোকানে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতে( ১০,০০০/-) দশ হাজার টাকা জরিমানা করেছেন।
আজ ১৩/১১/২০২৫ইং রোজ বৃহস্পতিবার বিকাল ০৩.০০ঘটিকার সময়।
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারে ‘ফাহাদ এন্ড মোস্তাকিম বেকারির দোকানে ক্যামিকেল মিশ্রিত খাদ্য উৎপাদন করায় মোঃ মিলন মিয়াকে ১০,০০০/= (দশ হাজার) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ধর্মপাশা উপজেলার এসিলেন্ড সঞ্জয় ঘোষ এ জরিমানা দ্বার্য করেন।
এসিলেন্ড আরও বলেন এটা প্রথম সতর্কতা হিসেবে জরিমানা করা হয়েছে, পরবর্তীতে যদি খাদ্য উৎপাদন ক্যামিকেল ব্যবহার করা হয় তবে জরিমানা সহ জেল থেকে রেহাই নেই।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সহ জেল হাজত এর আইন পাস করেছেন।
সঞ্চয় ঘোষ আরও বলেন আসুন আমরা খাদ্য উৎপাদনে ক্যামিকেল এবং বেজাল খাদ্য উৎপাদন থেকে দূরে থাকি সুস্থ সুন্দর স্বাস্থ্য সুন্দর জীবন গঠন করি।##
শান্ত রহমান (সুজাত)
মোবাইল নম্বর ০১৭১০৭৬৩৬০৯
১৩/১১/২০২৫ইং